চতুর্থ দিনের মতো চলছে অবরোধ, বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে শিবচর-মাদারীপুর সড়ক

দৈনিক বিজনেস ফাইল: September 11, 2025

চতুর্থ দিনের মতো চলছে অবরোধ, বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে শিবচর-মাদারীপুর সড়ক মোঃ ছোবাহান মিয়া, শিবচর উপজেলা প্রতিনিধি ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন এই তিনটি উপজেলা মিলে গঠিত ফরিদপুর-৪ নির্বাচনী আসন। এবার নির্বাচন কমিশনের সীমানা নির্ধারনের ক্ষেএে ভাঙ্গার দু’টি গুরুত্বপূর্ণ ইউনিয়নকে সড়িয়ে নেওয়া হয়েছে সালথা উপজেলায়। এর জেড় দরে চতুর্থ দিনের মতো চলছে মহাসড়ক বন্ধ করে অবরোধ।আর ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অবরোধ করা আলগি ও হামিরদি ইউনিয়ন বাসিন্দারা বলেন,‘নির্বাচন কমিশন আমাদের সাধারণ মানুষের সাথে খুবই অন্যায় করেছে। ভাঙ্গা থেকে ফরিদপুর হলো ২৯ কিলোমিটার আর সালথা উপজেলা হলো ৩৪ কিলোমিটার। আমাদের নাগরিক কোন সুযোগ সুবিধা পেতে হলে যেতে হবে বাড়ির কাছ ৩৪ কিলোমিটার দূরে, যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না,আর আমরা মানবো না। আলগি ইউনিয়ন ৩৩ টি গ্রাম,২৯ টি মৌজা ও প্রায় ৩৪ হাজার ভোটার নিয়ে গঠিত এই ইউনিয়ন, যা ভাঙ্গা উপজেলার একটি সর্বোচ্চ ভোটার ইউনিয়ন। হামিরদি ইউনিয়ন ২৬ টি গ্রাম,২২ টি মৌজা ও প্রায় ২৯ হাজার ভোটার নিয়ে গঠিত এই ইউনিয়ন, যা ভাঙ্গা উপজেলার দ্বিতীয় সর্বোচ্চ ভোটার ইউনিয়ন। কিন্তু ভাঙ্গা উপজেলার এই দুইটি ইউনিয়নকে আলাদা করার প্রতিবাদে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রথম অবরোধ শুরু করলে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান অবরোধকারীদের আশ্বস্ত করেন তিনদিনের মধ্যে ব্যাপারটি কিভাবে সমাধান করা যায় তা নিয়ে? কিন্তু তিনদিন পেরিয়ে গেলেও কোন সমাধান দিতে না পারায় গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছে অবরোধকারীরা এবং বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পূর্বের ঘোষণা মতো মহাসড়ক অবরোধ চলছে ও এই দুটো ইউনিয়ন আগের উপজেলা ভাঙ্গায় না স্থির করা না পর্যন্ত এই অবরোধ-আন্দোলন চলবে। মহাসড়ক অবরোধ করার কারণে পরিবহন ও অন্যান্য যানবাহন চলাচলের বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে শিবচর-মাদারীপুর সড়ক।তাই বেড়েছে এই সড়কে যান চলাচল তার সঙ্গে বেড়েছে দীর্ঘ যানজট।শিবচর উপজেলার পাচ্চঁর স্ট্যান্ডে দেখা যায় বিভিন্ন পরিবহনের লাইন ও দীর্ঘ যানজট। পরিবহনগুলো শিবচরের বাইপাস সড়ক হয়ে শেখপুর স্ট্যান্ড দিয়ে মাদারীপুর রুটে চলাচল করছে এই পরিবহন। আবার শিবচর-মাদারীপুর সড়ক দিয়ে যাতায়াত করছে এই পরিবহনগুলো যা যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে।সাধারণ যাএীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা চাচ্ছে অতিদ্রুত এই সমস্যার সমাধান।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com