সচিবালয়ে ছিল ব্যবসায়ী নেতাদের ভীড়

Dainik Business File: সেপ্টেম্বর ১১, ২০২৪

সচিবালয়ে ছিল ব্যবসায়ী নেতাদের ভীড় বিজনেস ফাইল প্রতিবেদক প্রশাসক নিয়োগ, সংস্কার ইত্যাদি দাবি নিয়ে মাঠে সক্রিয় এফবিসিসিআই জীবী সদস্যরা। বর্তমান পর্ষদ ভেঙে সকল পদে নির্বাচনসহ অনেক দাবি রয়েছে জীবীদের। সাড়ে ৪ কোটি ব্যবসায়ী তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসায়ীদের জন্য আসলে কি বার্তা দেয়। গতকাল ১১ জন বর্তমান পরিচালক বাণিজ্য সংগঠন মহাপরিচালককে বলেন, আমরা এফবিসিসিআই বিদ্যমান আইনে মেনে নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচিত। দেশের সরকার পরিবর্তনের সাথে আমাদের কাজের পরিধিও তো পরিবর্তন হতে পারে না। যদি কোনো কিছু আমাদের উপর প্রযোজ্য হয় তা আমাদের বললে সেটা আমরা করবো। সেক্ষেত্রে বর্তমান কমিটি হবে আর মাত্র ৪/৫ মাস পর। সেক্ষেত্রে বর্তমান কমিটি (সভাপতি পদত্যাগ করেছেন বলে জানা গেছে) প্রয়োজনীয় সংস্কার অর্থাৎ জীবী সদস্যদের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করা সম্ভব। এক্ষেত্রে ডিটিও প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন। অন্যদিকে চিঠিতে আমন্ত্রিত সভায় অংশগ্রহণকারী সাবেক পরিচালক গিয়াস উদ্দিন খোকন বলেন, এফবিসিসিআই রাজনীতিকরণ করা হয়েছে। জীবী সদস্যদের সম্মান ধূলিস্মাৎ হয়েছে। আমরা প্রত্যাশা করি একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যবসায়ী নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে এ প্রয়োজনীয় সংস্কার শেষে সকল পদে (কোনো অটো থাকবে না) নির্বাচন হোক। বৈষম্যবিরোধী ব্যবসায়ী পরিষদ আহ্বায়ক আবদুল হক বলেন, এফবিসিসিআই তার মূল চরিত্র হারিয়েছে। সবাইকে নিয়েই এ জায়গা সংস্কার করতে হবে। জীবীদের মতামত ছাড়া এফবিসিসিআই চলতে পারে না। ভয়াবহ সিন্ডিকেট যাতাকলে আমরা আছি। ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী বলেন এফবিসিসিআই আমাদের। বর্তমান সরকারের আমলে জীবীদের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতে পারলে সারাদেশের সব ব্যবসায়ীই উপকৃত হবে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com