রিহ্যাব পরিচালক ও লায়ন দেওয়ান নাসিরুল হকের জন্মদিন উদযাপন
Dainik Business File: সেপ্টেম্বর ৫, ২০২৪
বিজনেস ফাইল ডেস্ক রিহ্যাব পরিচালক ও লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল জেলা ৩১৫-এর কো-অর্ডিনেটর ও লায়ন্স ক্লাব অব ঢাকা এলিগ্যান্ট ফ্লাওয়ার বাংলাদেশ-এর চীফ এডভাইজার লায়ন পিডিজি দেওয়ান নাসিরুল হকের জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল ৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁয়ে লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ কার্যালয়ে জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ চেয়ারপার্সন ফারহানা বক্স, লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫/বি৩ -এর রিজিওন চেয়ারপারসন (HQ), লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা ও বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যক লায়ন-লিও সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com