কাউন্সিল চেয়ারপারসন ফারহানা বক্স-এর কাছে বন্যার্তদের ত্রাণ তহবিলে অনুদান দিলেন খান আকতারুজ্জামান
Dainik Business File: সেপ্টেম্বর ২, ২০২৪
বিজনেস ফাইল ডেস্ক গতকাল রোববার রাজধানীর আগারগাঁয়ে লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫ চেয়ারপারসন ফারহানা বক্স-এর কাছে বন্যা দুর্গত এলাকার জন্য গঠিত ত্রাণ তহবিলে অনুদান দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান সাব এডিটর কাউন্সিলের সদস্য, মেসার্স খান এ জামান এন্ড কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে জড়িত।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com