বণার্ঢ্য আয়োজনে ৫১তম বাংলাদেশ লিও ডে উদযাপন

Dainik Business File: আগস্ট ২৪, ২০২৪

বণার্ঢ্য আয়োজনে ৫১তম বাংলাদেশ লিও ডে উদযাপন বিজনেস ফাইল ডেস্ক বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনে লিও জেলা৩১৫ বি৩ এর উদ্যেগে ৫১তম বাংলাদেশ লিও ডে ২০২৪ উদযাপন করা হয়। উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন লিও জেলা ৩১৫ বি৩ এর সভাপতি লিও সাজ্জাদ হোসেন অপু, প্রধান অতিথি ছিলেন ফাউন্ডার লিও জেলা সভাপতি পিডিজি লায়ন প্রফেসর ডাঃ মোঃ সিরাজুল হক চৌধুরী এমজেএফ, উপস্থিত ছিলেন লায়ন্স জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ হারুন অর রশিদ পিএমজেএফ, লিও স্টান্ডিং কমিটি চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুল হুদা, পাস্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফোরাম চেয়ারম্যান লায়ন মোঃ শহিদুল ইসলাম, লিও রায়হান মুজিব (প্রসিডেন্ট, অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি) । অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা ও লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি সেক্রেটারি মাশরুর আউয়াদসহ লিও জেলার নেতৃবৃন্দ। উক্ত প্রোগ্রামে লিও জেলার গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা করা হয়।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com