আগামীকাল এফবিসিসিআই পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে জীবীদের মানববন্ধন
Dainik Business File: আগস্ট ২০, ২০২৪
বিজনেস ফাইল প্রতিবেদক দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ও বিদ্যমান সার্বিক পরিস্থিতিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ভুমিকায় সাধারণ সদস্যবৃন্দ এক জরুরি সভায় মিলিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এফবিসিসিআই বর্তমান পরিচালনা পর্ষদকে পদত্যাগের আহবান জানান। উল্লেখিত সভায় গৃহীত কর্মসূচীর ধারাবাহিকতায় আগামীকাল বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় এফবিসিসিআই ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে। উক্ত মানববন্ধনে উপস্থিত থাকার জন্য সকল জিবি মেম্বারদেরকে অনুরোধ জানিয়েছেন (জিবি মেম্বারদের পক্ষে)- আবুল কাসেম হায়দার, জাকির হোসেন নয়ন, গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, জাকির হোসেন, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন, আলী জামান এমবিএ ও আনিসুর রহমান বাদশা। এদিকে চলমান আন্দোলনে একাত্বতা প্রকাশ করেন এফবিসিসিআই থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কমচারী সমন্বয়ক এড. রফিকুল ইসলাম ।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com