বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মোহসিন চৌধুরী
Dainik Business File: আগস্ট ১২, ২০২৪
বিজনেস ফাইল প্রতিবেদক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদস্য মু. মোহসিন চৌধুরীকে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার শাখার উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে হয়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র ১০ আগস্ট তারিখ থেকে গৃহীত হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান নির্বাহির রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পালাবদলের পর থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বড় ধরনের অস্থিরতা চলছিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ গত শনিবার (১০ আগস্ট) ‘ব্যক্তিগত অসুবিধার’ কথা উল্লেখ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানের কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com