ষাটের ভেলায় কবি পুলিন রায়ের সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন
দৈনিক বিজনেস ফাইল: August 5, 2025
বিদ্যা রত্ন রায়, সিলেট ব্যুরো চিফ
গত ২ আগস্ট স্বর্ণালি সন্ধ্যায় পুলিন রায় ষাট উদযাপন পর্ষদের উদ্যোগে জমজমাট আনন্দআড্ডা ও "ষাটের ভেলায় কবি পুলিন রায়" ৩৫৪ পৃষ্টার সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ কবি পুলিন রায় কে নিয়ে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।
এ মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির ফেলো ও "কবি পুলিন রায় ষাট পর্ষদ উদযাপন", সিলেটের আহ্বায়ক কবি এ কে শেরাম। মিষ্টভাষী সঞ্জয় নাথ এর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ছড়াকার জামান মাহবুব, আরো বিশেষ অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লোকগবেষক সুমন কুমার দাশসহ প্রমুখ নেতৃ বৃন্দ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কবির শুভাকাঙ্ক্ষী, বিশিষ্ট কবি, লেখক, সহপাঠি, সাংবাদিক, শিক্ষক, নার্স, অধ্যাপক সহ বিভিন্ন পেশারই লোকজন।
সম্মানিত অতিথিদের উর্দি ও ফুলের তোড়া প্রদান করেন বিশিষ্ট লেখিকা ও কবি রওশন আরা বাঁশি, অধ্যাপক জান্নাত আরা খাঁন পান্না, বিশিষ্ট লেখিকা ও মিষ্টি উপস্থাপিকা মাসুদা সিদ্দিকী রুহী এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখিকা অমিতা বর্দ্ধন। উপস্থিত দর্শক সারি থেকে শুভেচ্ছা জানাতে সকলেই কবির প্রশংসায় পঞ্চমুখ। কেহ গানে গানে, কিংবা কবিতায় আবার কেহ কেহ কবির অতীত মধুর স্মৃতি চারণ করেই আজকের এই দিনটিকে স্মরনীয় করে রেখেছেন। আর কবিপত্নীর আবেগমাখা শুভেচ্ছা বক্তব্য ও কবি তণয়ের মনমাতানো গান দর্শকের হৃদয়েও স্থান করেই নিয়েছে। অনুষ্ঠানে কবি পুলিন রায় বলেন, আমি আপনাদের ভালোবাসায়ই সিক্ত, এভাবেই বাকী জীবন কাটাতে চাই। তিনি আরো বলেন,এই গ্রন্হের মোড়ক উন্মোচনে প্রকাশক সুমন বণিক, উদযাপন কমিটির আহ্বায়ক এ কে শেরাম, সদস্য সচিব মোঃ নিয়াজ উদ্দিন, সম্পাদনা পর্ষদের নাজমুল হক নাজু, খালেদ উদ্দিন, আলাউদ্দিন তালুকদার সহ সংশ্লিষ্ট অনেকেই নিরলস ভাবে কাজ করছেন,আমি সবার কাছেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হলে কবি পুলিন রায় সকল অতিথিদের একসাথে নিয়ে আপ্যায়নে অংশ নেন। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
