রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
Dainik Business File: জুলাই ১৬, ২০২৪
বিজনেস ফাইল প্রতিবেদক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। এতে রাস্তা অবরোধ করে, সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা। কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে রাখেন তারা। এসময় শিক্ষার্থীদের অবরোধের কারণে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখি সড়ক বন্ধ রয়েছে। এতে করে বনশ্রী ও আবুল হোটেল হয়ে আসা গণপরিবহন দীর্ঘ জটে পড়ে। ফলে অনেকে বিকল্প রাস্তা হিসেবে হাতির ঝিলকে বেছে নিচ্ছেন। এদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এসময় তারা পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘কোটা না মেধা মেধা মেধা’, ‘লাঠিসোঁটা, টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ’ বলে স্লোগান দেন। অন্যদিকে রাজধানীর গাবতলী-বাবুবাজার বেড়িবাঁধ সড়ক অবরোধ করে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ (ইউল্যাব) এর শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা মূল সড়কে অবস্থান নেন। এ সময় বাবুবাজার থেকে সদরঘাট এবং সদরঘাট থেকে বাবুবাজারমুখী সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়ক বন্ধ করা মাত্রই শত শত যানবাহন আটকে যায় বেড়িবাঁধ সড়কে। ইউল্যাব শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে একই স্থানে সমবেত হয়েছেন শ্যামলি আইডিয়াল টেক্সটাইল পলিটেকনিকের শিক্ষার্থীরাও। এছাড়া কুড়িল বিশ্বরোডে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবরোধ করছেন। অন্যদিকে উত্তরা ১১ নম্বর সেক্টর চৌরাস্তা জমজম মোড়ে অবরোধ করেছে পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে উত্তরা ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রয়েছে।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com