শান্তিতে নোবেল পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি
Dainik Business File: অক্টোবর ৯, ২০২০
ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টার জন্য ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
শুক্রবার (০৯ অক্টোবর ) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটি বলেছে, যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার রোধ করার ক্ষেত্রে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি সুইডিশ ক্রোনা (প্রায় ১১ লাখ মার্কিন ডলার)। বিশ্ব খাদ্য কর্মসূচির এক মুখপাত্র বলেন, এটা একটি ‘স্মরণীয় মুহূর্ত’।
বিশ্ব খাদ্য কর্মসূচি বিশ্বের ৮৮টি দেশের আনুমানিক ৯৭ মিলিয়ন মানুষকে প্রতিবছর সহায়তা করে।
চলতি বছর ২১১ জন ব্যক্তি এবং ১০৭টি প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তবে, নোবেল ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী, মনোনয়নের শর্টলিস্ট ৫০ বছরের মধ্যে প্রকাশের অনুমতি নেই।
=বিবিসি
সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com