রূপগঞ্জে জঙ্গি আস্তানা থেকে ৩ শক্তিশালী বোমা উদ্ধার
Dainik Business File: জুলাই ২, ২০২৪
রূপগঞ্জ প্রতিনিধি জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার ঘিরে রাখা বাড়ি থেকে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিউ-এটিইউ। পরে বিকেলে বোমাগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। তবে, ওই বাড়িতে কোনো জঙ্গি সদস্যকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন এটিইউর পুলিশ সুপার সানোয়ার হোসেন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ। সানোয়ার হোসেন জানান, গত রোববার কক্সবাজার থেকে গ্রেপ্তার আনসার আল ইসলামের সদস্য পারভীন আক্তারের দেয়া তথ্যের ভিত্তিতে চার তলা ভবনে অভিযান পরিচালনা করা হয়। তবে, সেসময় ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিলো। তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে উগ্রবাদী কার্যক্রমের বেশ কিছু প্রমাণ পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হয়।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com