শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
দৈনিক বিজনেস ফাইল: July 22, 2025
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের গেট টপকে ভেতরে ঢুকে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিচার্জ করে বের করে দেয়।
আজ (মঙ্গলবার, ২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সামনে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের প্রতিটি গেটে সতর্ক অবস্থান নেন।
দুপুরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে তারা প্রথমে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করে। এরপর সেখান থেকে এসে সচিবালয়ের সামনে অবস্থান নেয়।
বেলা সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধরা সচিবালয়ের গেট টপকে ভেতরে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ শুরু করে।
এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দিতে বেশ কয়েক দফায় টিয়ারশেল নিক্ষেপ ও সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। এতে কয়েকজন শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন।
শিক্ষার্থীরা জানান, মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। রাত তিনটার দিকে কেন এ সিদ্ধান্ত নিতে হবে। সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে দেখতে চান না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ভুয়া ভুয়া স্লোগান দেন। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
