কোরআনের বাণী

Dainik Business File: অক্টোবর ৮, ২০২০

কোরআনের বাণী জ্ঞানের প্রকৃত উৎস আল্লাহ ইরশাদ হয়েছে, ‘তারা বলল, আপনি মহান ও পবিত্র। আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়।’ (সুরা : বাকারা, আয়াত : ৩২) আল্লাহর পথে কোনো ভয় নেই ইরশাদ হয়েছে, ‘আমি বললাম, তোমরা সবাই এই জায়গা থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট সত্পথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সত্পথের নির্দেশ মান্য করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না।’ (সুরা : বাকারা, আয়াত : ৩২) শুধু আল্লাহকে ভয় করো ইরশাদ হয়েছে, ‘হে বনি ইসরাঈল! তোমাদের প্রতি আমি যে অনুগ্রহ করেছি তা স্মরণ করো। আমার সঙ্গে করা অঙ্গীকার তোমরা পূরণ করো। আমি তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব। আর তোমরা শুধু আমাকেই ভয় করো।’ (সুরা : বাকারা, আয়াত : ৪০) সত্য-মিথ্যার মিশ্রণ কোরো না ইরশাদ হয়েছে, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ো না। জেনেশুনে সত্য গোপন কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ৪২) নামাজের মাধ্যমে সাহায্য চাও ইরশাদ হয়েছে, ‘তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই তা বিনয়ী ব্যক্তি ছাড়া অন্যদের জন্য কঠিন।’ (সুরা : বাকারা, আয়াত : ৪৫)

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com