জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমের সাথে লায়ন আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

Dainik Business File: জুন ৫, ২০২৪

জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলমের সাথে লায়ন আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিজনেস ফাইল প্রতিবেদক গতকাল সোমবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সদ্য যোগদানকৃত সচিব মো. জাহাংগীর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। সাক্ষাৎকালে সচিব মো. জাহাংগীর আলমকে লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষে ক্লাবের প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান ফুলের শুভেচ্ছা জানান এবং লায়ন পিন পরিয়ে দেন। উল্লেখ্য, খান আকতারুজ্জামান জাতীয় ইংরেজী দৈনিক পত্রিকা দ্যা ডেইলি মর্নিং ভয়েসের যুগ্ম সম্পাদক, সাব এডিটর কাউন্সিলের সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, মেসার্স খান এ জামান এন্ড কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com