খাদিজাতুল কুবরা কওমী (রা) মহিলা মাদ্রাসার বাৎসরিক আলোচনা সভা
Dainik Business File: জুন ৩, ২০২৪
ময়মনসিংহ প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলা, ১১ নং রাজই ইউনিয়নে মধ্য রাজই খাদিজাতুল কুবরা কওমী (রা) মহিলা মাদ্রাসার বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে, বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছফির উদ্দিন ফকির, বিশেষ ছিলেন সমাজসেবক মো. লিয়াকত আলী শেখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মোঃ ইয়াকুব আলী শেখ। তিনি নিজস্ব অর্থায়নে মাদ্রাসাটি পরিচালনা করেন। আলোচনা সভায় বক্তারা মাদ্রাসাটির উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, রাজই ইউনিয়নের শিল্পপতি নুরুল ইসলাম বাদশা এবং স্থানীয় বিত্তশালীদের সহযোগিতা কামনা করেন। বক্তারা বলেন, আপনাদের সহযোগিতার ফলে ভবিষ্যতে এ মাদ্রাসা থেকে অনেক ছেলে মেয়েরা কুরআন শিক্ষা এবং হাফেজ হতে সহায়ক হবে। উল্লেখ্য, এ মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ৮০ জন এবং ৫ শিক্ষক হচ্ছেন-প্রধান শিক্ষক মোছাঃ মানসুরা আক্তার, পরিচালক হযরত মাওলানা মোঃ আশরাফ আলী, মোছাঃ দীপা আক্তার (বাংলা অনার্স) আলেমা মোছাঃ শামসুন্নাহার এবং হাফেজ মোছাঃ আশফিয়া তাবাসসুম।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com