ঘূর্ণিঝড় রেমাল: পথচারীদের যাত্রা মসৃন রাখতে মতিঝিল ট্রাফিক বিভাগের কর্মযজ্ঞ
Dainik Business File: মে ২৮, ২০২৪
বিজনেস ফাইল প্রতিবেদক গত দুইদিন ঘূর্ণিঝড় রিমাল তান্ডব চালিয়েছে উপকূল অঞ্চলসহ দেশের প্রায় সবখানেই। বাদ পড়েনি রাজধানী ঢাকাও। ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার (২৬ মে) রাত থেকে বৃষ্টি ঝরছে রাজধানীতে। কখনও মুষলধারে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি। এতে শহুরে অফিসগামী ও প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ব্যক্তিগত গাড়ি ছাড়া বের হয়েছে, এমন অধিকাংশ মানুষকে ভিজতে হয়েছে। জানা যায়, গতকাল সোমবার ঝড়ো বৃষ্টির প্রভাবে মতিঝিল ট্রাফিক বিভাগের আওতাধীন বনশ্রীর বিটিভি গোলচত্বর, খিলগাঁও তালতলা, অলিম্পিক ভবনের সামনে, রামপুরা সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা, রাজারবাগ টেলিকম ভবনের বিপরীত পার্শ্ব, এবং মতিঝিল পাতাল মার্কেট এলাকায় রাস্তার উপর গাছ ভেঙে পড়ে। এ সময় ওই এলাকার সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম সংশ্লিষ্ট এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন দ্রুত ব্যবস্থা নিতে। ট্রাফিক মতিঝিল বিভাগ জানায়, ডিসি স্যার নিজ উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সরাসরি কথা বলেন। পরে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের সদস্য সংশ্লিষ্ট দপ্তরের লোকজনের সমন্বিত অংশগ্রহণে দ্রুততার সহিত গাছগুলা রাস্তা থেকে সরিয়ে পথচারী ও যানবাহন চলাচলের উপযোগী করা হয়। এছাড়া গত দুইদিন ভারী বৃষ্টিপাতের কারণে আওতাধীন কয়েকটি এলাকার রাস্তায় গর্তের সৃষ্টি হয়। পথচারীদের যাত্রা মসৃন করার লক্ষ্যে গর্তের স্থানগুলোতে পাটাতন ফেলে ভাঙ্গা অংশ ভরাট করেন ট্রাফিক মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা। ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টির প্রভাবে ফকিরাপুল থেকে দৈনিক বাংলা, ফকিরাপুল থেকে শাপলা এবং নটরডেম কলেজের সামনে হাঁটু পরিমাণ জলবদ্ধতা সৃষ্টি হয়। প্রচন্ড এই জলবদ্ধতার মধ্যেও ট্রাফিক মতিঝিল বিভাগের ট্রাফিক সদস্যগণ হাঁটু পানিতে ছাতা, গামবুট ও রেইনকোট পরিধান করে সম্মানিত নগরবাসীকে সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়া, গত কয়েক দিনের বৃষ্টির প্রভাবে বিভিন্ন রাস্তায় অন্তত ২৫টির অধিক গাড়ি বৃষ্টির পানিতে অকেজো হয়ে যায়, এইসব গাড়ি অতি দ্রুততার সহিত রেকার ব্যবহার করে সরিয়ে দিয়ে রাস্তা সচল রাখা হয়। এই প্রসঙ্গে ডিসি ট্রাফিক মতিঝিল বলেন, ডিএমপির মাননীয় কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) স্যারের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের তান্ডবের মধ্যেও থেমে নেই ট্রাফিক মতিঝিল বিভাগের কর্মযজ্ঞ। তিনি বলেন, সম্মানীত নগরবাসীকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে শত বাধা-বিপত্তি উপেক্ষা করে কাজ করে যাচ্ছে ট্রাফিক মতিঝিল বিভাগ। তিনি বলেন ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com