বিশ্বকবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে

Dainik Business File: মে ২২, ২০২৪

বিশ্বকবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে বিজনেস ফাইল ডেস্ক এপার বাংলা ওপার বাংলা কবি দল ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান আজ বুধবার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইংরেজী দৈনিক পত্রিকা দ্যা ডেইলি মর্নিং ভয়েসের যুগ্ম সম্পাদক, সাব এডিটর কাউন্সিলের সদস্য, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, মেসার্স খান এ জামান এন্ড কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। অনুষ্ঠানে আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান এম জে এফ কাজী নজরুলের স্মরণে বলেন, বাংলা সাহিত্যের এক বিপ্লবী বিশ্ব কবি কাজী নজরুল ইসলাম যার কলমের লেখায় বাঙালি জাতির স্বাধীনতার মুক্তির এবং বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায় যার পদচারনায় বাংলা সাহিত্য কে করেছে সমৃদ্ধ ও সার্থক আমরা যদি কাজী নজরুল ইসলামের তারা আদর্শ জাতি মধ্যে ছড়িয়ে দিতে পারি তাহলে এ জাতি একটি বীরের এবং আদর্শ জাতিতে পরিণত হবে ধন্যবাদ।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com