বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংস্কৃতিক সম্পাদক হলেন নারী উদ্যোক্তা তমা

Dainik Business File: মে ১৮, ২০২৪

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংস্কৃতিক সম্পাদক হলেন নারী উদ্যোক্তা তমা বিজনেস ফাইল ডেস্ক বিশিষ্ট নারী উদ্যোক্তা কামরুন নাহার তমা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। গতকাল বুধবার রাজধানীর একটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় কামরুন নাহার তমাকে এই দায়িত্ব দেওয়া হয়। পরিষদের উত্তরের যুগ্ন আহবায়ক প্রশান্ত কুমার বিশ্বাস এই কমিটি অনুমোদন করে জানান যে আমরা খুব শীঘ্রই ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রত্যেকটি ইউনিট অত্যন্ত জোড়ালো ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। কামরুন নাহার তমা এর আগে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি নারী উদ্যোক্তাদের ব্যবসা এগিয়ে আসার ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য বেশ কয়েকটি সংগঠনের জড়িত ছিলেন । তার মধ্যে সিএসআর বাংলাদেশ অন্যতম । বঙ্গবন্ধু সাংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আস্থাভাজন এই নেত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আজীবন দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নিরলস কাজ করে চলেছি। কখনো আদর্শচ্যুত হইনি। আমার নেতৃবৃন্দ নতুন যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করব ইনশাআল্লাহ।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com