গুরুতর অসুস্থ রাকেশ রোশন, হয়েছে অস্ত্রোপ্রচারও!

দৈনিক বিজনেস ফাইল: July 19, 2025

গুরুতর অসুস্থ রাকেশ রোশন, হয়েছে অস্ত্রোপ্রচারও! সম্প্রতি বলিউড পরিচালক ও প্রযোজক রাকেশ রোশনের গলায় একটি অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারি হয়েছে। তবে চিন্তার কিছু নেই—তিনি এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর কন্যা সুনয়না রোশন। জানা যাচ্ছে, গলায় ব্লকেজ ধরা পড়ার পর চিকিৎসকের পরামর্শে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। সার্জারিটি সফল হয়েছে এবং বর্তমানে রাকেশ রোশন পর্যবেক্ষণে রয়েছেন। মেয়ে সুনয়না রোশন এক সাক্ষাৎকারে বলেন, “বাবা একেবারে ভাল আছেন, কিছু চিন্তার কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন বাবা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।” রাকেশ রোশনের বয়স ৭৫, এবং তিনি দীর্ঘদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে যুক্ত। তাঁর পরিচালিত ‘কৃষ’ সিরিজ-সহ একাধিক হিট ছবির জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। এর আগে ২০১৮ সালে তাঁর ক্যানসার ধরা পড়েছিল এবং সেই সময়ও সফলভাবে চিকিৎসা হয়ে, সুস্থ হয়ে ওঠেন তিনি। রোশনের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ থাকলেও সুনয়নার বক্তব্যে স্পষ্ট—চিকিৎসা সফল, আর তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com