বিএসএমএমইউয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক আতিকুর রহমান
Dainik Business File: এপ্রিল ২৩, ২০২৪
বিজনেস ফাইল প্রতিবেদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান। সোমবার (২২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক আতিককে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫ (১) ধারা অনুসারে অধ্যাপক ডা. মো. আতিকুর রহমানকে নিম্নবর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) এর শূন্য পদে নিয়োগ করা হলো।’ শর্তসমূহ ১. তাকে বিএসএমএমইউর প্রো-ভিসি পদে নিয়োগের লক্ষ্যে কোষাধ্যক্ষ পদ থেকে অধ্যাহতি প্রদান। ২. প্রো-ভিসি হিসেবে তার নিযুক্তির মেয়াদ চার বছর হবে। ৩. প্রো-ভিসি পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। ৪. তিনি বিধি অনুযায়ী প্রো-ভিসি পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। ৫. প্রো-ভিসি হিসেবে বিএসএমএমইউ আইন, ১৯৯৮ এর ১৫ (২) ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন। ৬. রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com