হজের অব্যয়িত অর্থ ফেরত দিচ্ছে সরকার; ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা
দৈনিক বিজনেস ফাইল: July 16, 2025
২০২৫ সালের সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজের অব্যয়িত অর্থ ইএফটি বা বিইএফটিএন পদ্ধতিতে সরাসরি হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেয়া হচ্ছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
আজ (বুধবার, ১৬ জুলাই) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ ফেরতের এই প্রক্রিয়ায় হাজিদের কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট/ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং নম্বর (নগদ/বিকাশ ইত্যাদি) কারও সঙ্গে শেয়ার করার প্রয়োজন নেই। কেউ এ ধরনের তথ্য চাইলে তা প্রতারণা হতে পারে বলে সতর্ক করা হয়।
ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, সরকারি হজযাত্রীদের ব্যবহৃত হিসাব অনুযায়ী অব্যয়িত অর্থ হিসাব করে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ফেরত দেয়া হচ্ছে। এতে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
