মেয়েদের আইপিএলে জাহানারা-সালমা

Dainik Business File: অক্টোবর ৩, ২০২০

মেয়েদের আইপিএলে জাহানারা-সালমা

আরব-আমিরাতে চলমান ছেলেদের আইপিএলের মাঝেই মেয়েদের আইপিএলও আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ছেলেদের আইপিএলের শেষ সপ্তাহে ছয় দিনের মধ্যে চার ম্যাচের নারী আইপিএলও অনুষ্ঠিত হবে। মেয়েদের আইপিএলের তৃতীয় আসরে এবার ডাক পেয়েছেন বাংলাদেশের জাহানারা আলম ও সালমা খাতুন।

নারীদের আইপিএলের দ্বিতীয় আসরে প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন বাংলাদেশ নারী জাতীয় দলের পেসার জাহানারা আলম। এবার তার সঙ্গী হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুন।

জানা গেছে, বিসিসিআই নির্বাচক প্যানেল ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে এ বিষয়ে যোগাযোগ করেছে। বিসিবিও এ বিষয়ে সায় দিয়েছে। সব কিছু ঠিক থাকলে ২১ অক্টোবর (বুধবার) ঢাকা ছাড়তে পারেন জাহানারা আলম ও সালমা খাতুন।

সংযুক্ত আরব-আমিরাতে ৪ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন দলের মেয়েদের আইপিএল। কাগজে-কলমে ‘উইমেনস টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’ হলেও টুর্নামেন্টি ‘মেয়েদের আইপিএল’ নামেই বেশি পরিচিত।

খুলনাতে শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করে নিজেকে ফিট রাখছেন সালমা খাতুন। অন্যদিকে জাহানারা একটি ক্রিকেট একাডেমিতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।


সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com