পাথর শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

Dainik Business File: অক্টোবর ৩, ২০২০

পাথর শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মজনু হোসেন (৩০) নামে এক পাথর শ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে পাটগ্রাম থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এর আগে সকালে উপজেলার ধবলসুতি মাঝিপাড়া গ্রামের ধরলা নদীতে এ ঘটনা ঘটে। পাথর শ্রমিক মজনু হোসেন উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি মাঝিপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিন জীবিকা নির্বাহের জন্য মজনু হোসেন নৌকা দিয়ে ধরলা নদী থেকে পাথর সংগ্রহ করেন। বৃহস্পতিবার সকালে নৌকা নিয়ে নদীতে গেলে ওই এলাকার সাহাজুদ্দিন নৌকাপ্রতি ৫০ টাকা করে চাঁদা দাবি করেন। ওই সময় পাথর শ্রমিক মজনু হোসেন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে পানিতে পড়ে ডুবে যান মজনু হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই মারা যান। এ ঘটনায় মজনু হোসেনের পরিবার থানায় অভিযোগ দেয়। পরে অভিযান চালিয়ে সাহাজুদ্দিন ও তার স্ত্রীকে গ্রেফতারে করে পুলিশ। পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে পাথর উত্তোলনকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় মজনু হোসেন মারা যায়। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। দুজনকে শুক্রবার সকালে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com