ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪’র আপডেট
Dainik Business File: ফেব্রুয়ারি ৬, ২০২৪
রতন পারভেজ/পারভীন আক্তার নীলা৬০ আইটেম নিয়ে বাণিজ্যমেলায় নাবিস্কো বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরি
প্যাভিলিয়ন নং-১২। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ নাবিস্কো বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরি। মেলায় অংশগ্রহণ ২৮ বছর। নতুন-পুরাতন মিলিয়ে প্রতিষ্ঠানটি মেলায় নিয়ে এসেছে মোট ৬০ আইটেমের পণ্য।বাণিজ্যমেলায় হাজির বিরিয়ানি এন্ড শাহী কস্তুরী
হাজির বিরিয়ানি এন্ড শাহী কস্তুরী। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্যাভিলিয়ান নং-৬। দীর্ঘ ১২ বছর ধরে সুনামের সাথে বাণিজ্যমেলায় অংশগ্রহণ তাদের। মেলায় তিনবার পুরস্কারপ্রাপ্ত হয় এ প্রতিষ্ঠানটি। এখানে শাহী বিরিয়ানিসহ, চিকেন চাপ, টিক্কা, নান, তুন্দল রুটি, কাবাবসহ বিভিন্ন রকমের রুচিশীল খাবার পাওয়া যাচ্ছে। প্রোপ্রাইটর মো. আলম মিয়া।বাণিজ্যমেলায় ‘রংধনু সাত রঙের চা’
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সাত রঙ্গের চা নিয়ে এসেছে ‘রংধনু সাত রঙের চা’। পিএস-১৯ স্টলটিতে চা-এর পাশাপাশি বিভিন্ন আইটেমের পিঠা, ফাস্টফুড আইটেম পাওয়া যাচ্ছে। প্রোপ্রাইটর মো. সাইফুর রহমান। মোবাইল ০১৯৪১৪২১৯৮৯।মেলা সংলগ্ন আজহার টি স্টল
আজহার টি স্টল। এখানে গরুর দুধের চা ও উন্নতমানের পান পাওয়া যায়। দোকানটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার বাইরে হাইওয়ে রোড সংলগ্ন রাস্তার সাথেবাণিজ্যমেলায় রাফি সুপার ডুপার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ এ উন্নতমানের সবজি কাটার নিয়ে এসেছে রাফি সুপার ডুপার। ৬ বারের মতো তারা মেলায় অংশ নিয়েছে। বেচা-বিক্রি ভালো। স্টল নং-পিএস-২৩। ম্যানেজার ০১৬৭৫-০০৬২৬৮খাঁটি মধু নিয়ে মেলায় শাহী এন্ড মণি কোং
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পিভিসি-৭। নাবিস্কো প্যাভিলিয়নের সাথে। শাহী এন্ড মণি কোং নিয়ে এসেছে ১০০% খাটি মধু। প্রতিষ্ঠানটির রয়েছে ১০ প্রকার মধু । মেলা উপলক্ষে রয়েছে ২৫% বিশেষ ছাড়। মেলায় অংশগ্রহণ ৭ বছর। মোবাইল: ০১৭৪০৫৫৪৬৭০, ০১৭৯৫৯৬২৪১রুচিসম্মত ফাস্টফুড খাবার নিয়ে বাণিজ্যমেলায় TSP
TSP ফাস্টফুড সামগ্রী নিয়ে মেলায় এসেছে প্রতিষ্ঠানটি। স্টল নং-৬। এখানে পাওয়া যাচ্ছে চিকেন বার্গার, রোলসহ অন্যান্য ফাস্টফুট খাদ্যসামগ্রী। মেলায় অংশগ্রহণ ৮ বছর। মেলা উপলক্ষে ১০% মূল্য ছাড় দেয়া হচ্ছে এখানে। প্রোপ্রাইটর মো আলম মিয়া। মোবাইল: ০১৯২৯৫৬৬৮৫৩সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com