কুমারখালীতে পশ্চিমবাংলার ও বাংলাদেশের কবি-শিল্পীর মিলন মেলা

Dainik Business File: ফেব্রুয়ারি ৩, ২০২৪

কুমারখালীতে পশ্চিমবাংলার ও বাংলাদেশের কবি-শিল্পীর মিলন মেলা সুজন/ আমিরুল, কুমারখালী ভারতের কলকাতার বিশ্ব বঙ্গ সম্মেলনের কবি শিল্পী সংগঠকদের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক তীর্থভূমি কুমারখালী কবি শিল্পী সংগঠকদের মিলন উৎসব সংগঠিত হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কুষ্টিয়ার কুমারখালী সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বাংলার কবি শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক কবি ও সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব লিটন আব্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ (কুমারখালী উপজেলা ) কাঙ্গাল মজিবুর রহমান, কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আইয়ুবসহ সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com