দারুল মাকান হাউজিং কোম্পানির ভয়াবহ দুর্নীতি প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক বিজনেস ফাইল: May 17, 2025

দারুল মাকান হাউজিং কোম্পানির ভয়াবহ দুর্নীতি প্রতিবাদে সংবাদ সম্মেলন পলাশ, স্টাফ রিপোর্টার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) -এ ১৭ মে শনিবার, দারুল মাকান হাউজিং কোম্পানির ভয়াবহ দুর্নীতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে, মাকান প্লট হোল্ডার সেন্ট্রাল অ্যাসোসিয়েশন কতৃক ভুক্তভোগীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মাকান প্লট হোল্ডার সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সালাউদ্দিন। সঞ্চালনায় ছিলেন, মাকান প্লট হোল্ডার সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। উক্ত এসোসিয়েশনের আরো উপস্থিত ছিলেন, মোঃ আনিসুর রহমান খান, মোঃ ফিরোজ, মোঃ মফিজুর রহমান, শাহ আলম পাটুয়ারী, মোজাম্মেল হোসেন রিপন, মোহাম্মদ নাহিদ হোসেন প্রমূখ। তারা বলেন - আমাদের জীবনে নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতি ও মানবিক অধিকারকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে " দারুল মাকান হাউজিং কোম্পানির " নামে পরিচালিত বিভিন্ন প্রকল্প - যেমন মাকান মডেল টাউন, বাড্ডা মডেল টাউন, মুন সিটি (১, ২), হাজারীবাগ মডেল টাউন ও মাকান রিভার ভিউ - এর আড়ালে এক ভয়ঙ্কর প্রতারক চক্র দলবদ্ধ হয়ে, সাধারণ মানুষের আস্থার অপব্যবহার করে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। দারুল মাকান হাউজিং প্রকল্পে চলমান দুর্নীতি, অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পলাতক সরকারের দোসর ভূমিদস্যু শাজাহান মাস্টার ( বর্তমানে কারাগারে), তার ছেলে, মেয়ে, মেয়ের জামাই, স্ত্রী, ভায়রা, ভাই এবং কিছু অসাধু পরিচালক সংঘবদ্ধ হয়ে বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে প্লট বিক্রি, রেজিস্ট্রেশন, উন্নয়ন ও বাসস্থানের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অংকের অর্থ আত্মসাৎ করেছেন। প্রকৃতপক্ষে প্রতিশ্রুত সুবিধা তো দূরের কথা - ভুক্তভোগীরা এখন জমিতে প্রবেশ করতে গেলেও বাধা ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। ভুক্তভোগীরা সর্বস্ব হারিয়ে এখন তারা নিঃস্ব এবং পাগলপ্রায়। তারা বলেন ভুক্তভোগীদের দুঃখের কথা বলে শেষ করা যাবেনা। তাই ভুক্তভোগীদের পক্ষ থেকে আমরা সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে - এই প্রতারক ও দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে । সাধারণ মানুষের সঞ্চিত অর্থ ও আবাসনের স্বপ্ন যেন এই দুর্নীতিবাজদের কারণে চিরতরে ধ্বংস না হয়ে যায়, তা নিশ্চিত করার জন্য আকুল আশাবাদ ব্যক্ত করেন তারা। তারা আরো দাবি জানান - অবিলম্বে জালিয়াতদের বিচারের আওতায় এনে প্রতারক শাজাহান মাস্টার ও তার পরিবারের উল্লেখিত সদস্যদের সহ সংশ্লিষ্ট পুরো প্রতারক চক্রকে জেলে আবদ্ধ করে ভুক্তভোগীদের ন্যায্য অধিকার ও সুবিচার নিশ্চিত করতে হবে। তা না হলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকিবেন বলে ঘোষণা দেন।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com