নবনিযুক্ত ভূমিমন্ত্রীকে বিএসভিসিএফআইসিএ সাধারণ সম্পাদক ইঞ্জি. আনোয়ার হোসেনের শুভেচ্ছা
Dainik Business File: জানুয়ারি ১৫, ২০২৪
বিজনেস ফাইল প্রতিবেদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর গঠিত হয় নতুন সরকারের মন্ত্রীসভা। এ মন্ত্রীসভায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ। শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরস্থ মন্ত্রীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস অ্যাসোসিয়েশনের (BSVCFICA) সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ আনোয়ার হোসেন। সাক্ষাৎকালে তিনি নতুন ভূমি মন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ BSVCFICA এসোসিয়েশনের সার্বিক মঙ্গল কামনা করেন।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com