আগামীকাল শুরু হচ্ছে তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন
Dainik Business File: জানুয়ারি ১৫, ২০২৪
বিজনেস ফাইল প্রতিবেদক আগামীকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি ২০২৪) শুরু হচ্ছে তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন। পরদিন বুধবার (১৭ জানুয়ারি) ৪০ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন এবং বৃহস্পতিবার মহাপ্রসাদ বিতরণ। আয়োজনে শাঁখারী বাজার সর্বজনীন শঙ্খ বণিক সম্প্রদায় ও শাঁখারী বাজার এলাকার সকল ভক্তবৃন্দ। অনুষ্ঠানসমূহে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটির সভাপতি নন্দ দুলাল ব্রহ্মচারী ও সাধারণ সম্পাদক ভোলানাথ সুর। অনুষ্ঠানমালায় সুধা পরিবেশনায় থাকবেন-নিতাই গৌর (মানিকগঞ্জ), গোপাল মন্দির সম্প্রদায় (হবিগঞ্জ), শ্রী চৈতন্য সংঘ (টাঙ্গাইল), গোপাল ভক্ত সম্প্রদায় (খুলনা), ব্রজ গোপাল সম্প্রদায় (বরিশাল), শ্রী শ্রী বলদেব জিউ সংঘ (চাঁদপুর), শ্রী শ্রী গৌর সুন্দর সম্প্রদায় (কক্সবাজার), শ্রী শ্রী বাবা লোকনাথ সম্প্রদায় (ঢাকা), নবগৌর সম্প্রদায় (নড়াইল), মা ভবতারিনী সম্প্রদায় (সাভার-ঢাকা), লক্ষ্মীপ্রিয়া সম্প্রদায় (টাঙ্গাইল), মা অন্নপুর্না সম্প্রদায় (ঝিনাইদহ). কানুপ্রিয়া সম্প্রদায় (গাইবান্ধা), মা গৌরী সম্প্রদায় (বাগেরহাট), অষ্টসুখী সম্প্রদায় (মৌলভীবাজার)। রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন-অবনী মোহন বৈরাগ্য (ভারত), শ্রীমতি অশোকা দাস (ভারত), শ্রীমতি সুলতা মল্লিক (সাতক্ষীরা) ও পূর্ণিমা দাসী (নওগাঁ)। প্রয়োজনে: ০১৭২০-১৭৪০২২।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com