পাখির প্রতি ভালোবাসা কুমারখালীর মোসলিম উদ্দিনের

Dainik Business File: জানুয়ারি ৯, ২০২৪

পাখির প্রতি ভালোবাসা কুমারখালীর মোসলিম উদ্দিনের কুমারখালী থেকে মো. সুজন/আমিরুল ইসলাম জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর এই বাক্যটি মনে প্রাণে বিশ্বাস করেন কুষ্টিয়া কুমারখালীর পৌর কাউন্সিলর এসএম রফিকের পিতা সমাজ দরদি মো. মোসলেম উদ্দিন শেখের (৭০)। জীবনের চলার পথে তিনি মনে করেন পাখি এই সমাজেরই একটা অংশ। পৃথিবীতে আল্লাহতায়ালা পাখি সৃষ্টি করেছেন কিন্তু কেউ কি বলতে পারে বৃষ্টি কিংবা ঝড়ের দিনে পাখিরা থাকে কোথায়, খায় কি? অধিকাংশ মানুষ এটা জানেন না। অনেক মানুষ পাখি শিকার কিংবা হত্যা করে কিন্তু তারা কোনোদিন একটি পাখিকে একটি দানাও কখনো খাওয়ানটি। জানা যায়, পাখির প্রতি ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেছেন কুমারখালী পৌরসভার বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা মো. মোসলেম উদ্দিন শেখ। তিনি প্রতিদিন নিজের অর্থে শতশত পাখিকে নিজ হাতে খাবার খাওয়ান। এটা কুমারখালীর মানুষের আজ মুখে মুখে। দৈনিক বিজনেস ফাইলের পক্ষ থেকে এই পাখি প্রেমি মোসলিম উদ্দিন শেখকে অভিনন্দন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com