নমুনা সংগ্রহ পদ্ধতি যেভাবে মস্তিষ্কের ক্ষতি করে
Dainik Business File: অক্টোবর ৩, ২০২০
করোনা পরীক্ষার জন্য নাকের ভেতর থেকে নমুনা সংগ্রহ করা হলে মস্তিষ্কে ইনফেকশনের ঝুঁকি থাকে। ৪০ বছর বয়সী এক মার্কিন নারীর নাক থেকে নমুনা সংগ্রহের পর মস্তিষ্কে এক ধরনের ফ্লুইড বের হয়েছে, যা প্রাণঘাতীও হতে পারে। জামা ওটোলারিঙ্গোলজি সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ওই নারীর হার্নিয়া অপারেশনের আগে করোনা পরীক্ষার জন্য নাক থেকে নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু পরে সে খেয়াল করে যে তার নাক দিয়ে তরল পদার্থ বের হচ্ছে। তার পর থেকে শুরু হয়েছে তার মাথা ব্যথা, বমি ও ঘাড় ব্যথা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, ওই নারীর খুলি ফেটে মস্তিষ্কের সেরিব্রাইস্পাইনাল ফ্লুইড নামের এক ধরনের তরল পদার্থ বের হচ্ছে। এ তরল পদার্থের মধ্যে মস্তিষ্ক ভেসে থাকে। চিকিৎসা নিয়ে ওই নারী এখন সুস্থ আছেন। তিনি ইন্ট্রাক্রানিয়াল হাইপারটেনশনে ভুগছিলেন। ওই নারীর চিকিৎসা না করালে এটা তাঁর জন্য প্রাণঘাতী হতে পারত। যাদের সাইনাসে সমস্যা অথবা মাথায় অস্ত্রোপচার করা হয়েছে, তাদের জন্য নাকের ভেতর থেকে করোনার নমুনা সংগ্রহ না করাই ভালো- বলছে গবেষণা। বিজনেস ইনসাইডারসম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com