না ফেরার দেশে হলিউড অভিনেতা টম উইলকিনসন

Dainik Business File: জানুয়ারি ১, ২০২৪

না ফেরার দেশে হলিউড অভিনেতা টম উইলকিনসন বিনোদন ডেস্ক চলে গেলেন হলিউডের বিখ্যাত অভিনেতা টম উইলকিনসন। শনিবার নিজ বাড়িতেই মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ‘দ্য ফুল মন্টি’, ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘মিচেল ক্লেটনের মতো বিখ্যাত ছবির এই অভিনেতার আকস্মিক মৃত্যু নিয়ে তেমন বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারই এজেন্ট। ১৯৪৮ সালে উত্তর ইংল্যান্ডে জন্ম টমের। রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্টে যোগ দেওয়ার পর থেকে দীর্ঘ ক্যারিয়ারে টিভি ড্রামাসহ ‘রাশ আওয়ার’, ‘শেক্সপিয়র ইন লাভ’, ‘ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড’র মতো নানা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে টম সবচেয়ে স্মরণীয় এক অভিনয় করেছিলেন ১৯৯৭ সালের কমেডি ছবি ‘দ্য ফুল মন্টি’তে। ২০০১ সালে ‘ইন দ্য বেডরুম’ ছবির জন্য অস্কারে (Oscar) সেরা অভিনেতার নমিনেশন পেয়েছিলেন তিনি। পরে ২০০৭ সালে ‘মিচেল ক্লেটন’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার নমিনেশনও পান টম। ২০০৯ সালে গোল্ডেন গ্লোব জিতেছিলেন তিনি। ২০০৮ সালে এমি অ্যাওয়ার্ড পান এইচবিও সিরিজ ‘জন অ্যাডামসে’র বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন চরিত্রের জন্য।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com