‘যারা আমাদের মানবাধিকার শেখায় তাদের মাস্টার বাংলাদেশ’ : রাষ্ট্রপতি
Dainik Business File: ডিসেম্বর ১০, ২০২৩
বিজনেস ফাইল প্রতিবেদক মার্কিনিরা যেনো আর মানবাধিকার না শেখায়, বাংলাদেশ তাদের মানবাধিকার শেখাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১০ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মার্কিনিরা আমাদের যেন আর মানবাধিকার না শেখায়, বাংলাদেশ তাদের মানবাধিকার শেখাবে। যারা আমাদের মানবাধিকার শেখায়, তাদের মাস্টার বাংলাদেশ। বাংলাদেশ তাদের শেখাবে। তোমরা পরতে পরতে মানবাধিকার লঙ্ঘন করছো। সারা বিশ্বের সংঘাত সৃষ্টি করছো। তোমাদের আমরা শেখাবো মানবাধিকার কীভাবে রক্ষা করতে হয়। তিনি আরও বলেন, জাতিসংঘে যখন গাঁজার যুদ্ধবিরতির প্রস্তাব এলো, এই মানবাধিকারের ফেরিওয়ালারা সেখানে বাধা দিলো। আজকে বিশ্ব বিবেক কোথায়? আজকে সারা পৃথিবীতে মানবাধিকার দিবস পালন করি, চোখের সামনে কত নির্মমভাবে গাঁজায় মানুষকে, মুসলমানকে শেষ করে দেওয়া হচ্ছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে, সারা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে। একযোগে এগিয়ে আসতে হবে।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com