ইনস্টাগ্রামে ঐশ্বরিয়াকে আনফলো করলেন অমিতাভ

Dainik Business File: ডিসেম্বর ১০, ২০২৩

ইনস্টাগ্রামে ঐশ্বরিয়াকে আনফলো করলেন অমিতাভ বিনোদন ডেস্ক বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের দূরত্বের খবর শোনা যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও নানা কর্মকাণ্ডে অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন স্পষ্ট হচ্ছে। এর মধ্যেই এমন একটি ঘটনা ঘটেছে, যা থেকেই অনেকের ধারণা, তাদের বিচ্ছেদ সময়ের ব্যাপারমাত্র। অমিতাভ বচ্চন বেশ সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৩৬ মিলিয়নের বেশি। অমিতাভও অনুসরণ করতেন ৭৫ জনকে। সেই সংখ্যা কমে এখন ৭৪ এর কোটায়। কারণ অমিতাভ আনফলো করে দিলেন ছেলের বউ ঐশ্বরিয়াকে। আর এতেই বিচ্ছেদের গুঞ্জন আরও চাউর হয়। অনেক ভক্ত-অনুসারীই মনে করছেন, শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্বের বিষয়টি আরও পরিষ্কার হয়েছে। ১৭ নভেম্বর ছিল ঐশ্বরিয়া-অভিষেকের কন্যা আরাধ্যর জন্মদিন। এ বছর ১২–তে পা দিল সে। মেয়ের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ঐশ্বরিয়া ও অভিষেক। তবে আরাধ্যকে শুভেচ্ছা জানিয়ে একটি শব্দও খরচ করেননি অমিতাভ। এমনিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অনেক কিছু লিখেছেন। কিন্তু আরাধ্যর জন্মদিনে রহস্যময়ভাবে নীরব ছিলেন তিনি। একইভাবে ১ নভেম্বর ৫০-এ পা দিলেন ঐশ্বরিয়া। পুত্রবধূর জন্মদিনে তাঁকে নিয়েও কোনো পোস্ট করেননি অমিতাভ। গত এক মাসে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। তবে ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের কেউ এ নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি জোয়া আখতারের সিনেমা ‘দ্য আর্চিজ’-এর প্রিমিয়ারে পুরো বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু তারপরও পরিবারে এমন এক কাণ্ড ঘটল, যা ইঙ্গিত করছে বিচ্ছেদের।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com