ঢাকা   ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমন আছে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বিহারী সম্প্রদায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান স্ট্রোকের রোগীকে হাসপাতালে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনা, রোগীসহ নিহত ৩ মৃত্যুর আগ পর্যন্ত আ.লীগের রাজনীতি করবো না, আদালতকে কামাল মজুমদার পলাতক দলটি দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে: বিবিসি বাংলাকে ড. ইউনূস শ্রমিকদের মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার খালাসের রায় বহাল আপিল বিভাগের রায় অবজ্ঞা করে চলছে বিআইডব্লিউটিএ সাক্ষাৎকারে তরুণ ব্যবসায়ী নেতা সাকিফ শামীম: হাসপাতাল বিমান থেকেও ঝুঁকিপূর্ণ আমি মন্ত্রিত্ব চাই না তবে আমৃত্যু অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব: এড ফজলুর রহমান

আপিল বিভাগের রায় অবজ্ঞা করে চলছে বিআইডব্লিউটিএ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, মার্চ ২, ২০২৫
  • 19 শেয়ার

বিজনেস ফাইল প্রতিবেদক
ঢাকা টু ভোলা হাকীম উদ্দিন নৌ লাইনে লঞ্চ চলতো এমভি শতাব্দী বাধন। ৫ই আগষ্ট ২০২৪ সরকার পরিবর্তনের পর হঠাৎ করে এক অজুহাতে এমভি শতাব্দী বাধন লঞ্চটি ঢাকা টু ভোলা চলাচল বন্ধ করে দেয়। এর পর উলটা এমভি শতাব্দী বাধনকে নোটিশ করে বিআইডব্লিউটিএ সদরঘাট পোর্ট অফিসার বরাবর নোটিশের জবাব দেয়া হয় ১৮ই সেপ্টেম্বর ২০২৪ ইং। কিন্তু সদরঘাট পোর্ট অফিসার কোনো জবাব দেয় নি।এমভি শতাব্দী বাধন কে চলাচলের কোনো অনুমতি দেয় নি।অথচ তাসরিফ -২, সাব্বির -৩ লঞ্চকে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা রুটপারমিট না থাকা সত্ত্বেও ঘুষ খেয়ে ঢাকা টু ভোলা চলাচল করতে দিচ্ছে। এ দুটি লঞ্চের কর্মচারিগণ মারামারি করে আহত হয়ে হাসপাতালে। যার ছবি ২২ নং চ্যানেল এর সিসি ক্যামেরাএ ফুটেজ রয়েছে।
এদিকে এমভি লঞ্চ বাধন চলাচলের অনুমতি না পেয়ে এর মালিক ইকবাল হোসেন হাইকোর্টে মামলা করেন। মহামান্য হাইকোর্ট শতাব্দী বাধনের চলাচলের পক্ষে আদেশ দেন।আদেশের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ আপিল করেন।আপিল বিভাগ শতাব্দী বাধনের পক্ষে রায় দেন। বিআইডব্লিউটিএ আবার আপীল করেন সর্বশেষ ৪ঠা ডিসেম্বর ২০২৪। সুপ্রীম কোর্টের আপীল বিভাগ আবারো শতাব্দী বাধনের মালিক ইকবাল হোসেন এর পক্ষে রায় দেন।আপীল বিভাগের রায় সদরঘাট পোর্ট অফিসার মোবারক হোসেন এখনো বাস্তবায়ন করছে না। নানা টাল বাহানা করছে। যাহা আদালতের রায় অবমাননা। কনডেম টু কোর্ট, এব্যাপারে বিআইডব্লিউটি এ র চেয়ারম্যান কে বিষয়টি জানালে তিনিও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সদরঘাট পোর্ট অফিসার মোবারক হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি কোনো সদত্তোর দিতে পারছেন না। এ ব্যাপারে নৌ পরিবহন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন লঞ্চ মালিক ইকবাল হোসেন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০