ঢাকা   ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মানিকগঞ্জে সাইজুদ্দীন ও মির্জান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের জন্য সেহরী ও ইফতার বিতরণ দিনব্যাপী মাস্তুল ফাউন্ডেশনের যাকাত কনফারেন্স আয়োজিত বাজিতপুরে কৃষক নিবু হত্যার প্রকৃত আসামিদের চিহ্নিত করার দাবিতে মানববন্ধন হিলচিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ কমিশনারের উপস্থিতিতে শেষ হলো মাসিক সভা শামসুল হুদার সফল ব্যবসায়ী হওয়ার গল্প দক্ষ সংগঠক ও সমাজসেবায় একুশে স্মৃতি সম্মাননা পেলেন যুবদল নেতা মোমেন কৃষি ও শিল্প-কারখানার যন্ত্রাংশের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি বৈষম্যমূলক করবৃদ্ধি প্রতিরোধ কমিটির শেখ হাসিনা দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলাম: বিজনেস ফাইলকে অ্যাডভোকেট ফজলুর রহমান পিকাসো টাইলস ডিলার কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

মানিকগঞ্জে সাইজুদ্দীন ও মির্জান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের জন্য সেহরী ও ইফতার বিতরণ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
  • 22 শেয়ার

মোঃ বজলুর রহমান
সাইজুদ্দীন ও মির্জান ফাউন্ডেশন ২০২৫ সালের রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেহরী ও ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে। “ভালোবাসার শক্তি, পরিবর্তনের শক্তি” এই স্লোগানকে সামনে রেখে ফাউন্ডেশনটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে নিম্নবৃত্ত মুসলিম রোজাদার পরিবার যাতে সেহরী ও ইফতার আনন্দের সাথে করতে পারে এবং ফজিলত পূর্ণ এ মাসে একটু বেশি আল্লাহর শোকর করতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ ইং পবিত্র জুম্মার দিন সকাল ৯ টা থেকে মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়াহিরচর জান্নাকান্দি সাইজুদ্দীন মির্জান বেপারী বাড়ি এ কার্যক্রম পরিচালিত হয়েছে । যেখানে কয়েক শত পরিবারের মাঝে চাউল, ডাউল, সোয়াবিন তেল, চিনি, খেজুর ,ছোলা, মুড়ি, পিঁয়াজ, আলু সহ বিভিন্ন উপকরণ বন্টন করা হয়েছে ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন, “আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। রমজান মাসে কেউ যাতে অভুক্ত না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। ধর্ম ও কর্মেই মহতের পরিচিতি, মহান আল্লাহ আমাকে তৌফিক দিলে সকল কাজেই নিরীহ লোকদের পাশে থাকবো ” তিনি আরও বলেন, “এই মহতী উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।”

ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, “এই ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য খুবই প্রয়োজন। আমরা ফাউন্ডেশনের এই মহৎ কাজের জন্য তাদের ধন্যবাদ জানাই এবং তাদের দীর্ঘ নেক হায়াতের দোয়া করি।”

সুশীল সমাজের অভিমত, সাইজুদ্দীন ও মির্জান ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, যা দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের এই উদ্যোগ ২০২৫ সালের রমজান মাসে অসহায় মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা করা যাচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০