ঢাকা   ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শপথ নিলেন আইডিএবির প্রথম নির্বাহী কমিটি স্বামী জিয়া উদ্দিনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, প্রতিকার চেয়ে স্ত্রী শারমিন জাহানের সংবাদ সম্মেলন অমর একুশে বই মেলায় পাঠকের নজর কেড়েছে আবদুল মাজেদের ‘পঞ্চভূত’ বিতর্কিত নির্বাচনের সহযোগী ১০৩ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার সমাজসেবার আওয়ামী প্রেতাত্মা ওয়ারেছ আলী’র ভয়ংকর মিশন! ফেনীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা আমাদের ব্যর্থতা : পুলিশ সুপার ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় রাজৈ সজনগাও যুব সমাজের উদ্যোগে খেলা ও মেলা অনুষ্ঠিত মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তি: পদত্যাগ ও অবরোধের হুমকি মানিকগঞ্জে সীমানা বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে জখম

শপথ নিলেন আইডিএবির প্রথম নির্বাহী কমিটি

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
  • 21 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
বাংলাদেশে প্রথমবারের মতো স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং অন্যান্য সমসাময়িক পেশাজীবীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ” (আইডিএবি)। গতকাল রোববার এর প্রথম নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ পাঠ করেন কমিটির ১১ জন নির্বাচিত সদস্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান বাংলাদেশ স্থপতি ইনিস্টিউটের প্রেসিডেন্ট ড. আবু সাঈদ এম আহমদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক এফ.এম মহিউদ্দিন আখন্দ, স্থপতি তানিয়া করিম, গণর্পূত ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাছিম খান, স্থপতি আমিনুল ইসলাম ইমন, আইডিএবির প্রতিষ্ঠা আহবায়ক শফিউল ইসলাম।
এর আগে গত ১২ জানুয়ারি মিরপুর ক্রিস্টাল ক্যাসেল কনভেনশান হলে অনুস্টিত প্রথম সভায় প্রথম কাযকরী কমিটি তৈরি করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, সৈয়দ কামরুল আহসান; প্রথম ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম শরন; ভাইস প্রেসিডেন্ট আকিটেক্ট সজীব জাহান। এবং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছে যথাক্রমে ওয়াসিম সিকদার, আকিটেক্ট ইসমাইল পারভেজ, মো: আবদুর রহিম, সুমন প্রমানিক; এনামুল হক; শরিফুল ইসলাম; নিয়াজুর রহমান এবং ইরফান বাবু।
আইডিএবির বিদায়ী আহবায়ক শফিউল ইসলাম বলেন, সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই এসোসিয়েশন। এই এসোসিয়েশন এর কাছে বাংলাদেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনারদের অনেক দাবী যা এই ইসি কমিটি পুরণ করবেন। বেশিরভাগ এসোসিয়েশনে ইলেকশনের জন্য বিরোধ হয়। আমরা চাইনা সেটা হোক। আমরা প্রত্যাশা করি আইডিএবি রাজনীতি মুক্ত থাকবে, দলীয় মুক্ত থাকবে।
প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে আমরা কাউকে নির্বাচন করতে দিব না।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০