ঢাকা   ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরামিক শিল্প রক্ষায় জ্বালানি গ্যাসের দাম না বাড়ানোর দাবি সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে সরস্বতী পূজা আজ ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৩ ফ্লাইট গেল কলকাতায় কুমারখালীতে বিনামূল্যে চিকিৎসা ও মোবাইল থেরাপি ক্যাম্প অনুষ্ঠিত গত ১৫ বছরে সব ক্ষেত্রে মিথ্যা পরিসংখ্যান দেয়া হয়েছে: বাণিজ্য উপদেষ্টা হোসেনপুরে ১৭ ফেব্রুয়ারি বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. তানিম ও ডা. মিরা বিএনপির জনসভাকে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে নেতাকর্মীদের মাঠ পরিদর্শন গাউসুল আজম মার্কেটের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: সভাপতি খলিলুর রহমান, সম্পাদক সাব্বির আহম্মেদ

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
  • 36 শেয়ার

বাজিতপুর প্রতিনিধি
বাজিতপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সংগঠন বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর দুই বছর মেয়াদি (২০২৫-২০২৬) কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সরারচরে উপজেলা রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১৪ সদস্য বিশিষ্ট এক পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণা করার আগে পুরাতন কমিটি সভাপতি- শেখ জসিম, সাধারণ সম্পাদক-সাব্বির আহম্মেদ মানিক পুরাতন কমিটি ভেঙে দেন। সে কমিটি সফলতা ও ব্যর্থতা দায় নিজের কাঁধে তুলে নেন ।
১২ জন সক্রিয় উদীয়মান, সুদক্ষ কলম যোদ্ধার উপস্থিতিতে ২০২৫-২০২৬ সালের দ্বি-বার্ষিক মেয়াদে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা আগে আলোচনা সভায় সিদ্ধান্ত হয় রিপোর্টার্স ক্লাবের নিষ্ক্রিয় ৩ জনকে বাদ দিয়ে নতুন ৪ জন ন্যায়, নিষ্ঠাবান সাংবাদিককে নতুন কমিটিতে নিয়ে আসা ।
উপস্থিতি সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর কর্তৃক একাধিক বার মামলা-হামলা শিকার, ৪৩ দিন কারাবরণকারী দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমানকে সভাপতি, বস্তুনিষ্ঠ নিউজ করে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক মামলার শিকার হওয়া পুরাতন কমিটি সাধারণ সম্পাদক-দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি সাব্বির আহম্মেদ মানিককে পুনরায় সাধারণ সম্পাদক করা হয় ।
বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি হোসেন মাহবুব কামাল (দৈনিক মানব জমিন), সহ- সভাপতি- আবুল হোসেন (নিউজ ২১ টিভি), সহ-সভাপতি- মোঃ ফারুক (দৈনিক আমার কাগজ ), যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান আশরাফ (দৈনিক আস্থা), সহ-সাধারণ সম্পাদক- মোঃ খসরু মিয়া (দৈনিক আমার সংবাদ ও বাংলা টিভি) সাংগঠনিক সম্পাদক-মো. আল-আমিন (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ- মোহাম্মদ আব্দুস ছলিম ( দৈনিক আজকের প্রভাত), দপ্তর সম্পাদক-রাজ্জাকুন্নাহার সুমি (দৈনিক অর্থদৃষ্টি), প্রচার সম্পাদক- ইফরানুল হক সেতু (বাংলাদেশ সময়), সম্মানিত সদস্য হয়েছেন যথাক্রমে-শেখ মো. জসিম উদ্দিন (দৈনিক ভোরের কাগজ), মুহাম্মদ বদরুল আলম (বাজিতপুর সমাচার) ও আব্দুর রহমান ভূঁইয়া (একুশে টিভি)।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০