ঢাকা   ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সরকারি গুরুত্বের অভাবে বিলুপ্তির পথে কিশোরগঞ্জের পান আবাদ হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সম্পত্তি জবরদখলের অভিযোগ রংপুর রাইডার্স ঘুরে এসেছে নিজেদের রংপুর প্রসঙ্গ: বাণিজ্য সংগঠন সংস্কার হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস সুষ্ঠু, সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ: ইসি মাছউদ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি: নজরুল ইসলাম খান দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (বুধবার, ২২ জানুয়ারি ২০২৫) বাজিতপুর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মজতুবা আলী জাহাঙ্গীর দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল

কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
  • 119 শেয়ার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে বুধবার বিকেলে শেষ হল নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫।’
এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় ‘ এই প্রতিপাদ্যে কুমারখালী পৌর শিশু পার্কে দুইদিন ব্যাপী এ আয়োজন করে উপজেলা প্রশাসন।
আয়োজকরা জানায়, গত মঙ্গলবার সকালে আলোচনা সভার মাধ্যমে কুমারখালী পৌর শিশু পার্কে তারুণ্যের উৎসব শুরু হয়। এরপর একে একে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ১০ টায় বার্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিশুপার্ক, হাসপাতাল মোড়, থানামোড়, গণমোড় প্রদক্ষিণ করে পুনরায় শিশুপার্কে এসে শেষ হয়। এরপর’ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ‘ শীর্ষক কর্মশালা, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিকেল শেষ হয় এ আয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সমন্বয়ক, নাগরিক কমিটির সদস্য ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন,’ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ‘ শীর্ষক কর্মশালা, বার্ণাঢ্য শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, কুইজ ও অলিম্পিয়াড, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব শেষ হয়েছে। তারুণ্যের উপজেলা পর্যায়ের ভাবনাগুলো জেলায় পাঠানো হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০