ঢাকা   ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক বৃদ্ধি করায় বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সংবাদ সম্মেলন ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, আসন থাকবে ৫০৫টি নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ কৃষক নিহত দক্ষিণ আফ্রিকায় সোনার খনিতে শতাধিক শ্রমিক নিহত জুলাইয়ের মধ্যেই নির্বাচন চায় বিএনপি বৈষম্যহীন ঐক্য পরিষদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ফরেন লোন বিষয়ক বাংলা ভাষায় নিঁখুত ও পূর্নাঙ্গ লেখার লেখক Abdullah Al Masum…. দৈনিক বিজনেস ফাইল ই-পেপার (মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫) নিকলীতে বিএনপির কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

বৃহত্তর খুলনা সমিতির ঢাকার পালা বদল অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
  • 101 শেয়ার

বিজনেস ফাইল ডেস্ক
বৃহত্তর খুলনা সমিতি ঢাকার (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা) নবনির্বাচিত কমিটি ২০২৫-২০২৬ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ৯ জানুয়ারী তিন জেলার সমন্বয়ে ১২ জন করে মোট ৩৬ জন নির্বাহী সদস্যের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ পালাবদল অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মিরপুর-১ এ বৃহত্তর খুলনা সমিতির নিজস্ব কার্যালয় সুন্দরবন কনভেনশন হলে সমিতির সভাপতি ডা. আখতার বিশ্বাস এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য বিসিবির সাবেক সভাপতি এবং বৃহত্তর খুলনা সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আলী আজগর লবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী ও সমিতির সাবেক সভাপতি সৈয়দ দিদার বখত। আরো উপস্থিত ছিলেন একুশে টেলিভিশন লিমিটেডের, চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক রেজা, একুশে টেলিভিশনের নিউজ এডিটর (অনলাইন) রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানটি বৃহত্তর খুলনা সমিতির মিরপুর অফিসে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। পালাবদল অনুষ্ঠানে বিগত সভাপতি আখতার বিশ্বাস, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, নব নির্বাচিত সভাপতি- শিল্পপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক- খান রবিউল ইসলাম রবি এবং
খান।


দপ্তর সম্পাদক লায়ন আকতারুজ্জামানসহ অন্যান্যদের নিকট দায়িত্বভার অর্পন করেন।
প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য আলী আজগর লবী বলেন সময়ের পর্যায়ক্রমে নতুন কমিটির নিকট পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর করে নতুনদের এড়িয়ে নেওয়ার যে প্রক্রিয়া তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই নব নির্বাচিত কমিটি সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি এর নেতৃত্বে এই সমিতি আগামী দিনে বাংলাদেশের ইতিহাসে এক নজির বিহীন স্বাক্ষর রাখবেন বলে আমি দৃঢ় ভাবে আশাবাদি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি- ডাঃ আখতার বিশ্বাস, যুগ্ম সাধারন সম্পাদক- সায়েদ হোসেন, এডভোকেট হুমায়ুন কবির বুলবুল, শেখ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল মামুন, জিএম হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক- লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ, প্রচার সম্পাদক- সম মেহেদী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০