ঢাকা   ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যাকাতের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : সোমবার, জানুয়ারি ৬, ২০২৫
  • 54 শেয়ার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে “যাকাতের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জানুয়ারি (রবিবার) মাস্তুল ফাউন্ডেশন ও আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ (এবিসিসিআই) এর যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এবিসিসিআই এর কো-চেয়ার হাসানুজ্জামান হাসান চেয়ারম্যান এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: আনোয়ার হোসেন, ডিজি (অতিরিক্ত) যুগ্ম সচিব, এনজিও ব্যুরো, ডাঃ এম. ডি আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আবু গাফফার মহিউদ্দীন খতিব নামেরা মসজিদ ও ইসলামিক সেন্টার ব্রুকলিন নিউ ইয়র্ক, আনিস রহমান কো ফাউন্ডার বিলিয়নস ফর বাংলাদেশ, ডিউক খান, ফোবানা আটলানটা ইউএসএ, বাবু কামরুজ্জামান বিশেষ প্রতিনিধি, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, উর্মি গ্রুপের এম ডি আসিফ আশরাফ, আজিম দেওয়ান, প্রতিষ্ঠাতা বাংলাদেশ বিজনেস কাউন্সিল কানাডা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বনামধন্য দেশী ও বিদেশী প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে “যাকাত স্বাবলম্বী প্রকল্পের” আওতায় ৭ জন বৈষম্য বিরোধী আন্দোলনের আহত জাকির সিকদার (রাজশাহী), ইমরান (রাজশাহী), মিরাজুল (পাবনা), নাদিম (চাঁদপুর), তামিম (বরিশাল), আলামিন (পাবনা), রিফাত (বরিশাল) শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

মাস্তুল ফাউন্ডেশন এর ডিরেক্টর আনিসুল কবির জাসির বলেন- যাকাত দান নয় গরিবের অধিকার। প্রবাসীরা যাকাতের মাধ্যমে বাংলাদেশের দারিদ্রতা বিমচণে কাজ করতে আগ্রহী। আমরা মাস্তুল সর্বদা চেষ্টা করি অসহায়, প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বীর আওতায় দেশের প্রতিটি জেলায় কর্মসংস্থান গড়ে তোলার।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন- দেশের সাধারন মানুষ মাস্তুলকে বিশ্বাস করে এবং তাঁদের যাকাত/সাদাকার অর্থ আমাদের নিকট তুলে দেয়। আমরা ইসলামের বিধি মোতাবেক সেই অর্থ দিয়ে যাকাত/সাদাকা গ্রহনের উপযুক্ত মানুষের জীবনমান উন্নয়ন করার চেষ্টা করি। তিনি আরোও বলেন, যাকাত স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে আগামীতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধআশ্রম যেখানে শতাধিক পিতামাতাহীন অনাথ/এয়াতিম শিক্ষার্থী ও বৃদ্ধ- বৃদ্ধা বসবাস করেন। এর বাহিরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরন দেয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। এছাড়া চিকিৎসা খাতে দেশের মানুষের পাশে দাঁড়াতে ‘মাস্তুল এইড’ প্রকল্পের মাধ্যমে অর্ধশতাধিকের অধিক সড়ক দুর্ঘটনায় আহত অসচ্ছল পঙ্গুত্ববরণকারী রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি হুইলচেয়ার ও কৃত্রিম পা দিয়ে সাবলম্বী করছে। মাস্তুল ফাউন্ডেশনের রয়েছে সেলাই প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যার মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাহিরে যাকাত স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ১০০০ জনের বেশি মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। মাস্তুলের প্রধান কাজের মধ্যে রয়েছে দাফন-কাফন সেবা প্রজেক্ট, যার মাধ্যমে করোনার শুরু থেকে এখন পর্যন্ত ৩০০০ এর অধিক লাশ দাফন হয়েছে। রয়েছে মাস্তুল মেহমানখানা, যেখান থেকে শতাধিক অসহায় নিম্ন আয়ের মানুষের একবেলা পেট পুড়ে খাওয়ার ব্যবস্থা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০