ঢাকা   ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আমাদের বলার জায়াগা নেই….. বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি: রাহাত ফতেহ আলী খান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে প্রশাসন ক্যাডারদের অবস্থান আইনজীবী আলিফ হত্যা : তদন্ত কমিটির সব সদস্যের পদত্যাগ দ্রুততম সময়ে নির্বাচনের পক্ষে বিএনপি ও সমমনারা নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ: ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ৩০০ মিলিয়ন ডলার পাচার: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হোটেল পূর্বানিতে বারভিডা’র জমজমাট নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত পাইপ ও টিউবওয়েল এসো. নির্বাচন: সমমনা পরিষদ প্রার্থীরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ: ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

প্রতিবেদকের নাম
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
  • 12 শেয়ার

ক্রীড়া ডেস্ক
ভারতকে ফাইনালে হারিয়ে কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশের ছেলেরা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। তবে এবার শিরোপা উৎসব করা হলো না। ফাইনালে ভারতকে অল্প রানে বেঁধে ফেললেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হারল ৪১ রানে। বাংলাদেশকে কাঁদিয়ে তাই নারী এশিয়া কাপের শিরোপা ভারতেরই।

রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরুতে ব্যাট করতে নামা ভারতকে ৭ উইকেটে ১১৭ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। যা স্বপ্ন দেখাচ্ছিল শিরোপা জয়ের। তবে শেষ পর্যন্ত ব্যাটারদের ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি। বাংলাদেশ গুটিয়ে যায় ১৮.৩ ওভারে ৭৬ রানে।

শিরোপা নির্ধারণী ম্যাচে বায়ুমাস ক্রিকেট ওভালে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

সহজ লক্ষ্যে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৩ উইকেট খরচ করে দলীয় ফিফটি পেরোয় বাংলাদেশ। স্বপ্ন দেখছিল দারুণ কিছুর। তবে এর পরপরই ছন্দপতন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তুলতে পারে ৭৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২ রান এসেছে জুরিয়া ফেরদৌসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ফাহমিদা ছোঁয়া। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন আয়ুশি শুকলা।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০