মোহাম্মদ খলিলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুরে চলতি বছরের জুলাই – আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে এই সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, বাজিতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বনি আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানকে, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও শহিদদের স্মরণে স্মৃতিচারণ করেন তাদের পরিবারের সদস্যরা। এ সময় শহীদ আবদুল কুদ্দুছ পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী এবং শহীদ আইমান হাসান রাহুলের পরিবারের পক্ষ থেকে তার মা, শহীদ রমজান আলী জীবনের পরিবারের পক্ষ থেকে তার বাবা বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
আলোচনা শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত তিনজনের স্বজনের কাছে অর্থ সহায়তা তুলে দেয়া হয়।