Agaminews
Dr. Neem Hakim

সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১:৩৯ অপরাহ্ন /
সোনারগাঁয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

সোনারগাঁ প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সোনারগাঁয়ে কোরআন পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (৩০ নভেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সর্বাঙ্গীণ সফলতা এবং দেশবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সহ-সভাপতি পনির হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াছিন নোবেল, আশরাফ মোল্লা, আতাউর রহমান, দেলোয়ার হোসেন দুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং মাদরাসার শিক্ষার্থীরা।