বিজনেস ফাইল ডেস্ক
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সম্রাট শাহজাহান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে বক্তব্য দেন।
গতকাল রাজধানীর শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে জিসপ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে সম্রাট শাহজাহান বলেন, বঙ্গভবন বাংলাদেশের জনগণের, বঙ্গভবন বাংলাদেশের সার্বভৌমত্বের অন্যতম প্রতীক, বঙ্গভবনের চেয়ারে বসে আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম ক্রীড়নক, ছাত্র-জনতার উপর গণহত্যা চালানো ফ্যাসিস্ট হাসিনার পা ছুঁয়ে সালাম করা গোলাম, দিল্লির দালাল, চরম দুর্নীতিবাজ শাহাবুদ্দিন চুপ্পু আরাম-আয়েশ করবে, ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার ষড়যন্ত্র করবে, দেশের সার্বভৌমত্ব ক্ষুন্ন করার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবে আর জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির নেতা-কর্মীরা বসে বসে তামাশা দেখবে তা হতে পারে না!
সম্রাট শাহজাহান আরো বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনৈতিক আদর্শের সন্তান, আমরা আধিপত্যবাদ বিরোধী বাংলার সার্বভৌমত্ব রক্ষার রাজনীতির বীরসেনানী দেশনায়ক তারেক রহমানের সহযোদ্ধা, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব রক্ষা করা হবে ইনশাআল্লাহ।
ঢাকা মহানগর দক্ষিণের জিসপ সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ফারুক রহমান, জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন গাজী, সহ সাংগঠনিক সম্পাদক এস এম সজীব আহমেদ,ঢাকা মহানগর উত্তর জিসপের সভাপতি আবিদুর রহমান আজাদ, দক্ষিণ এর সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম আহমেদ জসিম,সহ সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি বেলাল আহমেদ স্বপন, মোঃ ফজলুর রহমান, শাহবাগ থানার সভাপতি লোকমান হোসেন রাজু সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ।
বিক্ষোভ সমাবেশ থেকে মিছিল যোগে বঙ্গভবনের সামনে অবস্থান নেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ।