
পলাশ দাস, স্টাফ রিপোর্টার
জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪ টায়, আগামী ১৬ নভেম্বর বিশ্ব গুনগত মান দিবস ২০২৫ উদযাপনের উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ সার্টিফিকেশন বডিস (বিএসিবি)- এর প্রেসিডেন্ট সেলিম সাহেদ, সাধারণ সম্পাদক মো: আহসান হাবীব, আইকিউএস – এর পরিচালক ড. প্রকৌশলী মো: মামুনুর রশিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী, আবু সাঈদ প্রমুখ।
উক্ত সংবাদ সম্মেলনে, বাংলাদেশ অ্যাসোসিয়েশেন অব সার্টিফিকেশন বডিস (বিএসিবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) যৌথভাবে আনন্দের সাথে ঘোষনা করছে যে, বাংলাদেশে বিশ্ব গুনগত মান দিবস ২০২৫, আগামী ১৬ নভেম্বের ২০২৫ তারিখে উদযাপিত হবে। এ বছরের উদযাপনের লক্ষ্য হলো গুনগত মান ব্যবস্থাপনা (কোয়ালিটি ম্যানেজমেন্ট) বিষয়ে গুরুত্ব এবং প্রভাব সম্পর্কে জাতীয় সমৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সফলতা ও সামাজিক কল্যাণের উপর সচেতনতা বৃদ্ধি করা। বিশ্ব গুনগত মান দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় ও শিল্পখাতভিত্তিক বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। যা দেশের সর্বস্তরে গুনগত মান বিষয়ক সচেতনতা ও ধারাবাহিক উন্নয়নকে উৎসাহিত করবে। বিশ্ব গুনগত মান দিবস ২০২৫ উদযাপন কর্মসূচি: জাতীয় পর্যায়ে সেমিনার, টেলিভিশন টক শো, দৈনিক জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, সংবাদ বুলেটিন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুনগত মান ব্যবস্থাপনা (কোয়ালিটি ম্যানেজমেন্ট) বিষয়ে সচেতনতা বৃদ্ধি।
বিশ্ব গুনগত মান দিবস ২০২৫ উদযাপনের উদ্দেশ্য: বিশ্ব গুনগত মান দিবসের মূল উদ্দেশ্য হলো গুনগত মানের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জাতীয় ভাবে সচেতনতা বৃদ্ধি করা। যা দেশের প্রতিষ্ঠান সমূহের সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়তা করে। এটি একটি বৈশ্বিক উদ্যেগ, যা গুনগত মান ব্যবস্থাপনা ও ধারাবাহিক উন্নয়নের সংস্কৃতির গুরুত্বকে তুলে ধরে- সফলতা অর্জন, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সমাজের জন্য টেশসই মূল্য সৃস্টিতে সহায়তা করে।
বিশ্ব গুনগত মান দিবস ২০২৫ উদযাপনের মূল লক্ষ্য: সচেতনতা বৃদ্ধি: গুনগত মান ব্যবস্থাপনা পেশাজীবীদেও অবদান তুলে ধরা এবং প্রতিটি ক্ষেত্রে গুনগত মান ব্যবস্থাপনার গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করা। ধারাবাহিক উন্নয়ণ উৎসাহিত করা: আধুনিক গুনগত মান ব্যবস্থাপনা পদ্ধতির প্রয়োগ ও উদ্ভাবনকে উৎসাহিত করা, যাতে দক্ষতা বৃদ্ধি ও গ্রহক সন্তুষ্টি অর্জন করা যায়। অর্থনৈতিক সফলতা নিশ্চিত করা: কার্যকর গুনগত মান ব্যবস্থাপনা কি ভাবে প্রতিষ্ঠানের কার্যকরিতা বাড়াতে, ঝুঁকি হ্রাস করতে এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে পাওে তা প্রদর্শন করা। গুনগত মান সংস্কৃতি গঠন: ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুনগত মান-ভিত্তিক চিন্তাধারা গড়ে তোলা এবং তা দৈনন্দিন কার্যক্রমে প্রতিফলিত করা। . জ্ঞান নিনিময় ও সফলতা অর্জন: পেশাজীবীদেও জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা শ্রেষ্ঠ চর্চা, সফলতা বিনিময় এবং গুনগত মান উৎকর্ষতায় অসাধারন অবদানের স্বীকৃতি দিতে পারে। সর্বোপরি, বিশ্ব গুনগত মান দিবস ২০২৫ আমাদের স্মরন করিয়ে দেয় যে, গুনগত মানের প্রতি দৃঢ় অঙ্গীকার একটি উন্নত, দক্ষ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের মূল ভিত্তি।
আপনার মতামত লিখুন :