Agaminews
Dr. Neem Hakim

ঘুষসহ কাস্টমস কর্মকর্তা ও সহযোগী আটক


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ১২:১০ অপরাহ্ন /
ঘুষসহ কাস্টমস কর্মকর্তা ও সহযোগী আটক

বিজনেস ফাইল প্রতিবেদক
যশোরের বেনাপোল কাস্টমস হাউসে ঘুষের নগদ টাকা উদ্ধারসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও সহযোগী হাসিবুর রহমানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ অক্টোবর) দুদকের যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিমের অভিযানের সময় এ ঘটনা ঘটে।

দুদকের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
দুদক জানায়, যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানি ও ঘুষ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে যশোর থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব, মূল্যায়ন ও প্রশাসনিক শাখাসহ বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়।

অভিযানকালে টিম ঘুষের লেনদেনের অভিযোগের সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে ঘুষের নগদ টাকা উদ্ধারসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী স্থানীয় একটি এনজিওর সদস্য হাসিবুর রহমানকে হাতেনাতে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনৈতিক লেনদেনের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রেকর্ডপত্র পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।