বিজনেস ফাইল প্রতিবেদক
২১ সেপ্টেম্বর শনিবার রাতে রাজধানীর পল্টনে ফার্স হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাধারণ পরিষদের অধিকার আদায়ে সংস্কার করার লক্ষ্যে এ সভার আয়োজন করেন এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যরা।
এফবিসিসিআইয়ের সংস্কার প্রস্তাব
১। কোন নমিনেটেড ডিরেক্টর থাকবে না, অর্থাৎ বর্তমানে প্রযোজ্য ১৭+ ১৭=৩৪ জন নমিনেটেড পরিচালক প্রথা বাদ দিতে হবে ২। সভাপতি, সহ-সভাপতি সহ সকল পদে সরাসরি নির্বাচন দিতে হবে ৩। কেউ দুবারের বেশি পরিচালক পদে দাঁড়াতে পারবেন না ৪। এছাড়াও সেক্টর ওয়াইজ পরিচালক পদ প্রযোজ্য নয় ৫। নতুন সংগঠন অন্তভুক্তিতে ডোনেশন ৫০ লাখের পরিবর্তে সীমিত (যৌক্তিক) পর্যায়ে নিয়ে আসতে হবে।