মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম মধ্যবরুন্ডীতে দরবেশ করিম চাঁন দরবেশের আদেশক্রমে ও দরবেশ নজুমুদ্দিন ফকিরের নির্দেশক্রমে দরবেশ হুমায়ুন ফকিরের ৮১তম বাৎসরিক ওরশ মোবারক গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ব্যাপক আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মোঃ বাবুল পীর সাহেবের নিজ বাসভবনে অনুষ্ঠিত এ মহাসমাবেশে হাজারো আশেকান, মুরিদান, ভক্ত ও এলাকাবাসীর অংশগ্রহণে মিলাদ, জিকির-আসকার, কোরআন তিলাওয়াত, মোনাজাতসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন হাজারী, সাবেক সহ-সভাপতি ঢাকা সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ আজাদ হোসেন খান, আহ্বায়ক সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি; মোঃ গোলাম কিবরিয়া সাঈদ, আহ্বায়ক সদস্য জেলা বিএনপি ও সভাপতি কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা; এডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, আহ্বায়ক সদস্য জেলা বিএনপি ও পিপি জজ কোর্ট মানিকগঞ্জ; মোঃ আব্দুস সালাম বাদল, আহ্বায়ক সদস্য জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখা; মোঃ নাসির উদ্দিন আহাম্মদ (যাদু), আহ্বায়ক সদস্য জেলা বিএনপি ও সভাপতি পৌর বিএনপি মানিকগঞ্জ; মোঃ গোলাম আবেদীন কায়সার, আহ্বায়ক সদস্য জেলা বিএনপি ও সাবেক সাংগঠনিক সম্পাদক; এবং মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া (হাবু), আহ্বায়ক সদস্য জেলা বিএনপি ও সাবেক সাংগঠনিক সম্পাদক।
ওরশ মোবারকের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠন আটিগ্রাম ইউনিয়ন।
অনুষ্ঠান শেষে দরবার শরীফের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়। ভক্ত ও এলাকাবাসী জানান, প্রতিবছরের মতো এবারের ওরশও এক মিলনমেলায় রূপ নেয় এবং আনন্দ উৎসবের মাধ্যমে ঐতিহ্যবাহী ভেউড়া ভাসিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটায় ।
আপনার মতামত লিখুন :