বিজনেস ফাইল রিপোর্ট
শেষ পর্যন্ত এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম পদত্যাগ করেছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে গতকাল ৯ সেপ্টেম্বর সারাদিনই এফবিসিসিআই ভবন ছিল উত্তপ্ত। দফায় দফায় ছোট ছোট গ্রুপ করে অনেক জিবি এসেছেন খোঁজ নিতে। ফেসবুকে অনেকে পোস্ট দিয়েছেন সভাপতি ব্যাপারে। কেউ কেউ অনেক খুশি আছেন, তবে কেউ হতাশ হয়েছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে অবস্থান করছেন। এফবিসিসিআই ভবনে জনশ্রুতি রয়েছে সভাপতি, ভাইস প্রেসিডেন্ট দুজনই বিতর্কিত ব্যবসায়ী এস আলমের দোসর।
পরিচালক আবু মোতালেব, মীর নিজাম উদ্দিন আহমেদ, হাফেজ হারুন, নিয়াজ আলী চিশতী, কাউসার আহমেদ এ প্রতিবেদককে বলেন, আমরা নির্বাচিত পরিচালক। বর্তমান সরকার নিশ্চয়ই এমন কিছু করবেন যা ব্যবসায়ীদের জন্য মঙ্গলজনক। তবে বিদ্যমান আইনে পরিচালনা পর্ষদ ভেঙে দেবার বিধান নেই। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা পদত্যাগ করতে পারেন। শূন্য পদসমূহে কোআপট করা যেতে পারে। এতে কারোর আপত্তি থাকার কথা নয়। যেহেতু আমাদের সামনে পরবর্তী নির্বাচন তফসিল ঘোষণার মাত্র আর ৪ মাস বাকি। এ সময়ে একজন ভারপ্রাপ্ত সভাপতি প্রয়োজনীয় কারের উদ্যোগ নিতে পারেন।
অন্যদিকে ১৯৯৮ সালে এফবিসিসিআইতে আসা সাবেক পরিচালক গিয়াস উদ্দিন খোকন বলেন, আমরা চাই পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হোক। এখানে একজন যোগ্য প্রশাসক (ব্যবসায়ীদের মধ্য থেকে হতে হবে) প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সকল পদে নির্বাচনের ব্যবস্থা করবেন। এ সব ক্ষেত্রে ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী, তপন চৌধুরী, সবুর পারভেজকে ভাবা যেতে পারে। তাছাড়া দীর্ঘ কয়েক বছরে এফবিসিসিআইকে রাজনীতির মধ্যে টেনে আনা হয়েছে। যা বিগত দিনে ছিল না। এফবিসিসিআই সিনিয়র জীবী সদস্য জাকির হোসেন নয়ন বলেন আমরা চাই যুগোপযোগী এবং কার্যকর এফবিসিসিআই। বৈষম্য থাকতে পারবে না। বৈষম্যবিরোধী ব্যবসায়ী পরিষদ সদস্য সচিব মোহাম্মদ উল্লাহ পলাশ বলেন, বিগত দিনে এফবিসিসিআই সঠিক পথে হাটেনি। এখন যারা সংস্কার চাচ্ছেন আমরা তাদের পক্ষে কাজ করছি। এ মুহূর্তে নির্বাচন, সংস্কার, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া বিষয়ে মোট চারটি গ্রুপ কাজ করছে বলে জানা যায়। তবে এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই একটি ভালো সিদ্ধান্ত আসতে পারে বলে বাণিজ মন্ত্রণালয়ের ডিটিআই সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বিতীয় তলার ডিটিও রুমে এফবিসিসিআই পরিচালনা পর্ষদ বিষয়ে পরবর্তীতে কি ব্যবস্থা নেয়া যায় এই ব্যাপারে একটি সভা মহাপরিচালক আহবান করেছে।