Agaminews
Dr. Neem Hakim

সুবচনে ধরেছে পচন


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন /
সুবচনে ধরেছে পচন

জাহিদুল কবির আজাদ

সুবচনে ধরেছে পচন
ভেবে দিশেহারা
কোন পথ ধরি
কোন পথে যাই
পাইনা কুল কিনারা (আমি)।
জ্ঞানী গুণীর কথা এখন
কয়জনে বা শোনে
সত্য বল সোজা পথে চল
কার কথা কে মানে
চরণ তোমার চলেরে মন-কুপথে আগবাড়া।
কর্মে ফাঁকি
ধর্মে ফাঁকি
ফাঁকি তোমার সবখানে
ওরে পরের জায়গা পরেরই ধন
করলি চুরি গোপনে
তোমার সুবচন ধরে না মনে-হইছে মতিহারা
ঘুষ দুর্নীতি আর রাহাজানি
সারাজীবন কু-কারবার
ভাবলি না রে মন তুই একবার
কিভাবে যে হবা পার
ওরে দুইজনা তোর চৌদিকেতে-দেয় যে পাহারা
(কোনপথ ধর কোনপথে যাও পাওনা কুল কিনারা-তুমি মনরে)।